হাজারীবাগের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মানুষ এর পাশে ফারদিন
- আপডেট সময় : ১২:১৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২ ৯৬ বার পড়া হয়েছে
সোহাগ আরেফিনঃ বর্তমান সময়ের জনপ্রিয় জাতীয় পুরস্কার প্রাপ্ত সংগীত শিল্পী ফারদিন। কাজ করছেন সরকারের বিভিন্ন প্রজেক্ট এর দায়িত্বভার নিয়ে। সামাজিক ভাবেও সমাজের অবিহেলিত মানুষ গুলির পাশে থাকেন বিভিন্ন দুর্যোগে।
এরই ধারাবাহিকতায়, গত ৩১ আগস্ট (বুধবার) অগ্নিকাণ্ডে পুরান ঢাকার হাজারীবাগের বস্তিতে ক্ষতি গ্রস্ত মানুষ এর পাশে দাঁড়িয়েছেন শিল্পি ফারদিন ফারদিন বলেন, আমার জম্ম বেড়ে উঠা হাজারীবাগে।
আমার বাবা ছিলেন, একজন রাজনৈতিক ব্যাক্তিত্ত। আজকে যারা হাজারীবাগের প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতা, অনেকে বাবার হাত ধরেই রাজনীতি তে এসেছেন। আমি আমার বাবার আদর্শ তে রাজনীতির মাঠে রয়েছি। আমি যত টুকু পারছি জনগনের পাশেই আছি। ত্রান মন্ত্রণালয়ে কথা হইছে। ইনশাআল্লাহ তারাও পাশে থাকার কথা বলেছেন।
ইতিমধ্যে ফারদিন চাল, আটা, বিস্কুট, পানি সহ জ্রুরী খাবার ক্ষতিগ্রস্ত মানুষ্দের বিতরণ করার ব্যাবস্থা করেছেন।