বিনোদন ডেস্কঃ অভিনেতা, প্রযোজক অনন্ত জলিলের ‘দিন দ্যা ডে’ ছবি নিয়ে বাগাড়ম্বপূর্ণ উচ্চারণ এবং ছবিটিকে ‘আন্তর্জাতিক’ বলে বেশ বেকায়দায় পড়েছেন। এই ছবিটি নির্মিত হয়েছে ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায়। সুতরাং সে অর্থে আন্তর্জাতিক বলা যেতেই পারে। তবে এই ছবিটি প্রথম নয়।
এদেশে যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ শুরু হয়েছে প্রায় দুই দশক আগেই। সরকারিভাবে যৌথ প্রযোজনায় ছবি নির্মাণের জন্য একটি নীতিমালাও আছে। যৌথ প্রযোজনার সুবাদে অনেক বিদেশি তারকা এদেশে কাজ করে গেছেন। এদেশের তারকারাও বিদেশে কাজ করেছেন।
অনন্ত জলিলের কথানুসারে বলা যায়, যৌথ প্রযোজনার সব ছবিই আন্তর্জাতিক। প্রকৃতপক্ষে আন্তর্জাতিক বলতে একাধিক দেশকে বুঝানো হলেও আভিধানিক অর্থে সর্বদেশীয়। অঞ্জনা রহমান আন্তর্জাতিকতার জবাব দিয়েছেন। যৌথ প্রযোজনার ছবিতে এদেশের অনেক তারকাই কাজ করেছেন।
এদেশের একমাত্র ববিতাকেই বলা হয় আন্তর্জাতিক তারকা। তিনি বিশ্বের সেরা ১১ জন পরিচালকের একজন সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ ছবিতে কাজ করেছেন। এছাড়া তাসখন্দ চলচ্চিত্র উৎসবে তিনি বিচারকের দায়িত্বও পালন করেছেন একাধিকবার।
সে তুলনায় আন্তর্জাতিক অঙ্গনে অনন্ত জলিলের প্রাপ্তি কি? ‘দিন দ্যা ডে’ ছবি দেখার জন্য ৭৪ জন তারকার যে তালিকা তিনি গণমাধ্যমে প্রকাশ করেছেন তা নিয়ে ক্ষেপেছেন অনেক তারকাই। তাদের অনেককেই না জানিয়ে তিনি তালিকা প্রকাশ করেছেন। অঞ্জনা, ববিতারা তা নিয়ে অনন্ত জলিলের সমালোচনা করেছেন।
এ নিয়ে অনন্ত জলিল ক্ষীণকন্ঠে জবাবও দিয়েছেন। তবে অনন্তের ছবিটি দর্শক দেখেছে এবং দেখছে, এটাইতোই তার একটা সাফল্য। ব্যবসায়ী থেকে সিনেমার নায়ক হওয়া অনন্ত জলিল এবার ‘কার রেসিং’ নিয়ে নতুন ছবি করবেন। নাম ‘দ্য লাস্ট হোপ’।
তিনি বলেন, ‘নেত্রী দ্য লিডার’ মুক্তির অপেক্ষায় আছে। এর পরের ছবি হচ্ছে ‘দ্য লাস্ট হোপ’। ছবিটি নির্মিত হবে নরওয়ে থেকে। তিনি ও বর্ষা শিল্পী হিসেবে কাজ করবেন। যুক্তরাষ্ট্রের ছবিতে যেসব কার রেসিং থাকে ঠিক তেমনভাবে ‘দ্য লাস্ট হোপ’ তৈরি হবে।
তিনি বলেন, এই ছবির স্ক্রিপ্ট রেডি আছে। ম্যাক্সিমাম শুটিং হবে ইউরোপ ও দুবাইতে। ইন্ডিয়া, পাকিস্তান, চীন, সুইডেন, নরওয়ে, জার্মানি, ইংল্যান্ড ও দুবাইয়ের আর্টিস্টরা কাজ করবেন। সত্যিকারের ইন্টারন্যাশনাল মানের ছবি হবে ‘দ্য লাস্ট হোপ’।