বিনোদন ডেস্কঃ শপথ নেওয়ার জন্য জায়েদ খান ছলনার আশ্রয় নিয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।
গত ৯ ফেব্রুয়ারির পুরনো একটি রায়ের সত্যায়ন কপিকে দেখিয়ে জায়েদ সাধারণ সম্পাদকের পদে শপথ নিয়েছেন বলে জানান ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, এমন ছলনা করায় জায়েদ খানের শপথ বাতিল করা হবে।
সোমবার সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসিতে) এক সংবাদ সম্মেলনে একথা বলেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।
সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘শুক্রবার (৪ মার্চ) শপথের দিন জায়েদ খান আমাকে কোর্টের একটি কাগজ দেখায়, যেটার ফটোকপি চাইলে ওইদিন আমাকে দেয়নি।
পরে গড়িমসি করে রোববার (৬ মার্চ) কাগজটি পাই। কিন্তু কাগজটি ২ মার্চে যে রায় হয়েছে সেটির নয়, সেটি গত ৯ ফেব্রুয়ারির। এর মানে জায়েদ খান শপথ নেওয়ার জন্য ছলনার আশ্রয় নিয়েছেন।
যেহেতু জায়েদ খান সত্যের বিপরীতে গিয়ে ছলনার আশ্রয় নিয়েছেন, সভাপতি ও শিল্পী সমিতিকে ধোকায় ফেলেছেন, সেহেতু জায়েদ খানের শপথ আর কোনোভাবে গ্রহণযোগ্য নয়। বাতিল হয়ে গেছে।’
জায়েদ খানের শপথ বাতিল হওয়ায় ওইদিনের কোরাম অপূর্ণ থেকে গেল মর্মে ওই মিটিংও বাতিল হয়ে গেছে বলে সিদ্ধান্ত দেন ইলিয়াস কাঞ্চন।