বিনোদন ডেস্কঃ আলোচিত নায়িকা পরীমণির জীবনে সবচেয়ে সুন্দর সময় যাচ্ছে এখন। বিয়ে করেছেন, সন্তান মা হতে যাচ্ছেন, আবার সিনেমার কাজেও আছে ব্যস্ততা। সব মিলিয়ে স্বর্ণালী সময় পার করছেন নায়িকা।
বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে পরীর নতুন সিনেমা ‘মুখোশ’-এর প্রিমিয়ার। রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে সাংবাদিক ও সিনেমা অঙ্গনের মানুষদের নিয়ে সিনেমাটি দেখেছেন তিনি।
এর আগে সাংবাদিকদের মুখোমুখি হন পরী। তখনই উঠে আসে তার নতুন জীবনের প্রসঙ্গ।
হাস্যোজ্বল মুখে পরীমণি বলেন, ‘জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত যাচ্ছে। অনুভূতি তো প্রকাশ করা যায় না। তাই ঠিক বোঝানো যাবে না, কেমন আছি।’
‘মুখোশ’ সিনেমায় একজন সংবাদকর্মীর ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি। এ প্রসঙ্গে পরী বলেন, পুরো জার্নিটাই মুখোশ উন্মোচনের। আমি দর্শকদের বলতে চাই, আপনারা হলে আসুন। দেখুন কিসের মুখোশ উন্মোচন করেছি। ঠিকঠাকভাবে করতে পেরেছি কিনা।
আমার বিশ্বাস দর্শক সিনেমাটি দেখবেন এবং তাদের ভালো ও মন্দ লাগা আমাদের জানাবেন। প্রিমিয়ারে যারা ছিলেন সবাই প্রশংসা করছেন, এটা বেশ ভালো লাগছে।