বিনোদন ডেস্কঃ সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে যে কয়জন গায়িকা মানুষের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন তাঁর মধ্যে মমতাজ অন্যতম। বরাবরই তিনি আলোচনায় থাকেন।
ফের আলোচনায় এসেছেন এই বিউটি কুইন। নতুন খবর হচ্ছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কারেসেরা কণ্ঠশিল্পী হিসেবে হ্যাট্টিক করেছেন মমতাজ বেগম।
এক সাক্ষাৎকারে মমতাজ বলেন, যতদিন বাঁচব এই গান নিয়েই থাকব। মানুষকে ভালো গান উপহার দিয়ে যাব। গানের জন্য এবং গানের মানুষদের জন্য যদি কিছু করার সুযোগ পাই তবে সে সুযোগ কাজে লাগাব।
আরও পড়ুন: ভাষাশহীদদের প্রতি রাওয়ার শ্রদ্ধা শহীদ বেদিতে ফুল দিয়ে কৃতজ্ঞচিত্তে ভাষাশহীদদের স্মরণ করছে রিটায়ার্ড আর্মড ফোর্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া)।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষেসোমবার (২১ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৫টায় রাওয়া চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলাউদ্দিন এমএ ওয়াদুদের নেতৃত্বে পাঁচ সদস্যের কার্যনির্বাহী সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। ভাষাশহীদদের স্মরণে পলাশীর মোড় থেকে হেঁটে
কার্যনির্বাহী সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে পুনরায় টিএসসিতে এসে কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।এসময় অনান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাওয়ার ভাইস চেয়ারম্যান (সেনাবাহিনী) মেজর জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান (অব.), ভাইস চেয়ারম্যান (নেভি) কমোডর মো. খুরশীদ মালিক (অব.), ভাইস চেয়ারম্যান (এয়ার) এয়ার কমোডর আনিসুর রহমান (অব.) ও মেম্বার আইটি মেজর আসিফ রেজা (অব.)।
ভাষাশহীদদের স্মরণে দিনের দ্বিতীয় অংশে সকাল সাড়ে ৮ টায় রাওয়ার নিজস্ব শহীদ বেদিতে রাওয়া চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলাউদ্দিন এমএ ওয়াদুদের উপস্থিতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়া রাওয়া লেডিস অ্যান্ড চিলড্রেন অ্যাফেয়ার্সের সভাপতি মিসেস শামিমা ওয়াদুদ,সেক্রেটারি নার্গিস ইসলাম ও অন্যান্য নারীদের
উপস্থিতিতে রাওয়ার নিজস্ব শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় রাওয়ার কার্যনির্বাহী সদস্য এবং রাওয়ার সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। এরপর ভাষাশহীদদের স্মরণে নির্মিত প্রমাণ্য চিত্র প্রদর্শনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।