বিনোদন ডেস্কঃ ভালোবাসা দিবস উপলক্ষে ১১ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের চলচ্চিত্র শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২।
দেবাশীষ বিশ্বাস পরিচালিত জনপ্রিয় চিত্র’নায়ক বাপ্পী চৌধুরী ও ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাস জুটির এ চলচ্চিত্রটি মুক্তির পর থেকেই হাসি ফুটেছে হল মালিকদের মুখে।
বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডে’র পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন- দীর্ঘদিন পর দর্শক আসতে শুরু করেছেন সিনেমা হলগুলোতে। দর্শকরা সিনেমা দেখে প্রশংসা করছেন।
প্রতিটি শো-তেই বাড়ছে দর্শক। চল’চিত্রটি ভালোবাসা দিবস উপলক্ষে সবাই হলে এসে দেখবেন বলে আমাদের বিশ্বাস। সবাইকে আমরা হলে এসে ছবিটি দেখার আহবান জানাচ্ছি।
তারকা বহুল রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমাটিতে আরও অভিনয় করেছেন- সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলী’সহ অনেকে।
সিনেমার গানে কণ্ঠ’শিল্পী দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সঙ্গীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রীতম, আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা।