সব বিষয়ে বিত’র্কিত মন্তব্য করে আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। ওটিটি প্ল্যাটফর্মে ‘লক আপ’ নামের একটি রিয়া’লিটি শো আসছে; যার সঞ্চালক হিসেবে দেখা যাবে কঙ্গনাকে। শুক্রবার প্রকাশ পেয়েছে লক আপ-এর টিজার।
কঙ্গনা বলেছেন, ‘পৃথি’বীতে দুই ধরনের মানুষ আছে। একদল আমাকে পছন্দ করে, আর অপর দলে রয়েছে বি গ্রেড স্ট্রা’গলাররা, যারা আমার নিন্দা করে শিরোনামে থাকতে চায়। যারা আমাকে অপছন্দ করে, তারা আমার কণ্ঠরোধ করার জন্য এফ’আইআর পর্যন্ত করেছিল। নেপোটিজমের ফর্মুলা কাজে লাগানোর চেষ্টা করেছে তারা। আমার জীবনকে রিয়ালিটি শোতে বদলে দেওয়া হয়েছে। কিন্তু এবার আমার পালা!’
জানা গেছে, অনেকটা সাল’মান খানের ‘বিগ বস’-এর আদলে করা হয়েছে লক আপ। কঙ্গনা জানিয়েছেন, ১৬ জন বিতর্কিত সেলি’ব্রিটিকে শোতে দেখা যাবে।
কারা এই শোতে অংশ নিতে চলেছেন, তা নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেট দুনিয়ায়। বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
লক আপ প্রযো’জনা করছেন একতা কাপুর। ২৭ ফেব্রুয়ারি থেকে অল্ট’বালাজি ওটিটি প্ল্যাটফর্মে প্রচারিত হবে এই শো।