বিনোদন রিপোর্টঃ ঢালিউডের নতুন অ্যাকশন হিরো হিসেবে অভিষেক হতে যাচ্ছে আব্দুল কাদের দিদারের। অনিক বিশ্বাস পরিচালিত এবং ভিন্টেজ মাল্টিমিডিয়া প্রযোজিত খোদা হাফেজ নামের সিনেমা দিয়ে নবাগত নায়ক এর অভিষেক হতে যাচ্ছে। এই সিনেমায় দিদার এর বিপরীতে নায়িকা হিসেবে কাজ করছেন নিপা আহমেদ রিয়েলি। সিনেমাতে অভিষেক হওয়ার বিষয়ে দিদার জানান, অনেকদিন ধরেই ভালো একটা কাজের জন্য অপেক্ষা করছিলেন তিনি।
‘খোদা হাফেজ’ অ্যাকশন ও থ্রিলার ধর্মী সিনেমা। এই সিনেমার জন্য আমি নিজে ফাইটিং শিখেছি। এখানে দর্শকরা অ্যাকশনের নতুন মাত্রা দেখতে পাবে। এবং এর জন্য আমি প্রায় ১৮ মাস ট্রেনিং নিয়েছি, উন্নতমানের অ্যাকশনের জন্য শিখেছি মার্শাল আর্ট ও নানাবিধ কলাকৌশল।
এই অ্যাকশন হিরো জানান এখনকার সময়ের হলিউড কিংবা বলিউড অ্যাকশন হিরোরা ফাইটের সময় স্টান্ট ম্যানদের ওপর নির্ভরশীলতা কমিয়ে দিয়েছেন, তারা নিজেরাই রিস্কি এই দৃশ্যগুলো করে থাকেন।
তাদের এই কর্মকাণ্ড থেকে অনুপ্রাণিত হয়ে নতুন এই অ্যাকশন হিরো দিদার এবং নির্মাতা অনিক বিশ্বাস চেয়েছেন ” খোদা হাফেজ ” সিনেমায় এরকম কিছু ভিন্নধর্মী একশন সিন করবেন।তবে তার কাছে সব থেকে বেশি চ্যালেঞ্জিং ছিল ফ্রন্ট এবং ব্যাক ক্লিপ শেখাটা যেটা ফাইট দৃশ্যগুলোকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে, আর তিনি এই কঠিন চ্যালেঞ্জ কেও হার মানিয়েছেন।
খোদা হাফেজ সিনেমাটির কাজ গত জানুয়ারি মাসের ২০ তারিখ থেকে চট্টগ্রাম, বান্দরবান এবং কক্সবাজারের বিভিন্ন স্থানে শুরু হয়ে এরইমধ্যে ৪০ শতাংশের মত শেষ হয়েছে। কক্সবাজারে শুটিংয়ের সময় নতুন এই অ্যাকশন হিরো ঝুঁকিপূর্ণ একটি দৃশ্য ধারণের সময় ১৬/১৭ ফুট উঁচু থেকে পড়ে যেয়ে বাঁ পায়ের হাঁটুতে আঘাত পায় ।
পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে এলে জানা যায় তার হাঁটুর জয়েন্ট এবং লিগামেন্ট ইনজুরি হয়েছে। এ বিষয়ে দিদারের সাথে কথা বললে তিনি জানান সেই দিনের দৃশ্যটা আসলেই আমার জন্য অনেক অনেক বেশি ঝুঁকিপূর্ণ ছিল, সেই ভুল থেকে আমি শিক্ষা নিয়েছি। আলহামদুলিল্লাহ এখন আমার শরীর আনেকটাই ভালো আছে, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের সিনেমাটির বাকি অংশের কাজ সম্পূর্ণ করব।
২০২০ সালে পরিচালক তানভীর শেহজাদের হাত ধরে বিজ্ঞাপন এবং মিউজিক ভিডিওর মধ্য দিয়ে শোবিজে পা রাখেন মডেল ও অভিনেতা আব্দুল কাদের দিদার।
সম্প্রতি দেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এর সাথে তার কিছু ছবি ভাইরাল হয়েছে। পরে জেনেছি তিনি কালব রিসোর্ট এর একটি বিজ্ঞাপনে অভিনেত্রী মিমের সাথে জুটি বেঁধেছিল।
তার অন্যতম মিউজিক ভিডিওর মধ্যে রয়েছে ডুবসাঁতার ও মন দরিয়া। ইউএস-বাংলা কোম্পানির ভাইব্রান্ট ও বাঁধন গ্রুপের টিভি কমার্শিয়ালে ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি।