বিনোদন ডেস্কঃ ‘যাতনা যতই দাও, সহিবার শক্তি দাও, নত শিরে ডাকি তোমারে। ক্ষমা করো আমারে কামরুল হাসানের লেখায় তৈরি হয়েছে নতুন গান। নতুন বছর উপলক্ষে সুফীবাদ ধাচের লেখায় প্রকাশিত হয়েছে এই গানটি। গানটিতে সুর করেছেন সাধক বিন্দু কবি তৈয়ব চিশতী।সংগীতায়োজন করেছেন শমসের খান। চমৎকার আয়োজনে গানটির মিউজিক ভিডিও প্রকাশ করেছেন বাউল প্রেমিক মিডিয়া।
গানটি প্রসঙ্গে কামরুল হাসান বলেন, ‘‘মাস দেড়েক আগে গানটি রেকর্ড হয়েছে। বর্তমানে ইউটিউবে চলমান আছে গানটি। ধর্মীয় ও সুফীবাদ থেকে লেখা গান এটি।আধ্যাত্মিক ভাবে লেখা হয়েছে গানের লিরিকগুলো। মহান সৃষ্টিকর্তার সৃষ্টিতত্ত্ব, ইহকাল ও পরকালের কথা বলা হয়েছে এই গানে। গানে ধর্মীয় কিছু অনুভুতির বহিঃপ্রকাশ ঘটেছে। এছাড়াও লিরিক, টিউন, কম্পোজিশান সবকিছুই অনেক ভালো হয়েছে।”
এদিকে কামরুল হাসান আরো বলেন, নতুন বছরের এই গানটি ছাড়াও আরও কিছু গানের কাজ করছেন তিনি। এ ছাড়াও প্রকাশের অপেক্ষায় তার ঝুলিতে রয়েছে বেশ কিছু নতুন গান।