তিন বছর পর আনুশকার এক ঝলক  - DesherSomoy24.com
ঢাকাবৃহস্পতিবার , ৬ জানুয়ারি ২০২২
 1. অপরাধ
 2. আন্তর্জাতিক
 3. খেলা
 4. জাতীয়
 5. নির্বাচন
 6. প্রচ্ছদ
 7. প্রধান খবর
 8. প্রবাসে বাংলা
 9. ফিচার
 10. বিনোদন
 11. ব্যবসা ও বাণিজ্য
 12. রাজনীতি
 13. শিক্ষা ও সাহিত্য
 14. সব
 15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তিন বছর পর আনুশকার এক ঝলক 

Mohammad Ali Sumon
জানুয়ারি ৬, ২০২২ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেক্সঃ দীর্ঘদিন ধরেই আনুশকা শর্মার পর্দায় ফেরার জল্পনা চলছিল। অল্প কয়েক দিন আগেই শোনা গিয়েছিল, তিনটি বড় বাজেটের সিনেমা নিয়ে পর্দায় ফিরছেন বলিউডের জনপ্রিয় এ অভিনেত্রী।

নতুন বছরের শুরুতেই সেই জল্পনাকে কিছুটা সত্যতা দিলেন অভিনেত্রী। অবশেষে তিনি ফিরছেন ভারতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ঝুলন গোস্বামীর বায়োপিক চাকদহ এক্সপ্রেস নিয়ে।

বৃহস্পতিবার নতুন এই সিনেমার টিজার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আনুশকা। টিজারে অভিনেত্রীকে ঝুলনের চরিত্র ও লুকে দেখা গেছে। সাবেক এই ক্রিকেটারের মতোই বাংলা-হিন্দি মিশিয়ে কথা বলতে শোনা যায়।

সেই সঙ্গে ক্যাপশনে দীর্ঘ এক বার্তা দিয়েছেন আনুশকা। তিনি লেখেন, ‘এই সিনেমাটি খুব বিশেষ, কারণ এটি আত্মত্যাগের গল্প বলবে। এই সিনেমা ভারতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ঝুলক গোস্বামীর জীবনকাহিনি দ্বারা অনুপ্রাণিত।’

এই সিনেমা নারীদের ক্রিকেট খেলা নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে উল্লেখ করে তিনি লেখেন, ‘যখন ঝুলন ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছিল, তখন মেয়েদের জন্য খেলার দুনিয়ায় পা রাখাটাই ছিল বড় চ্যালেঞ্জ। এই সিনেমায় এমন অনেক গল্প উঠে আসবে যা ঝুলনের জীবনকে, নারী ক্রিকেটকে একটা দিশা দেখিয়েছে।’

অনুশকা আরও লেখেন, ‘ভারতের নারী ক্রিকেটে অভ্যুত্থানের জন্য আমাদের স্যালুট জানানো উচিত ঝুলন গোস্বামী ও তার সতীর্থদের।

এটা তাদের কঠোর পরিশ্রম, আবেগ আর হার না মানার অদম্য জেদের ফল, যা নারী ক্রিকেটকে চর্চার কেন্দ্রবিন্দুতে এনেছে। আগামী প্রজন্ম ঝুলনদের কাছে কৃতজ্ঞ থাকবে।’

সেই সঙ্গে অভিনেত্রী লেখেন, ‘একজন নারী হিসেবে, ঝুলনের জীবনের গল্প শুনে আমি গর্বিত হয়েছিলাম এবং তার সেই গল্প দর্শক ও ক্রিকেটপ্রেমীদের কাছে তুলে ধরার চেষ্টা করা আমার জন্য সম্মানের।’

২০১৮ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া জিরো সিনেমায় শাহরুখ খানের বিপরীতে দেখা গিয়েছিল আনুশকা শর্মাকে। মাঝে তিন বছর পেরিয়ে গেছে আর পর্দায় দেখা যায়নি তাকে।

এর মধ্যে কন্যাসন্তানের মা হয়েছে অভিনেত্রী। সব সামলিয়ে চাকদহ এক্সপ্রেস দিয়েই পর্দায় ফিরছেন তিনি। সিনেমাটি মুক্তি পাবে নেটফ্লিক্সে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।