দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচ এসসি পরীক্ষায় পাশের হার ৭৯ দশমিক ৮ শতাংশ

- আপডেট সময় : ০৮:৪২:০২ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩ ১৬৭ বার পড়া হয়েছে
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ৭৯ দশমিক ০৮ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১১ হাজার ৮০৩ জন।
বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় এ জানান তথ্য জানান দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. তোফাজ্জুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন বোর্ড সচিব প্রফেসর জহির উদ্দিন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রেজাউল করিম চৌধুরী, কলেজ পরিদর্শক আবু সায়েম, সহকারী কলেজ পরিদর্শক খায়রুল আলম, শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি মাসুদ আলম, সাধারণ সম্পাদক সৈয়দ মওদুদ করিম বাবু ও সেকশন অফিসার রিয়াজুল ইসলাম রাজুপ্রমুখ।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এবছর মোট ৬৭১টি কলেজের ২০২টি কেন্দ্রে ১ লাখ ১৩ হাজার ৪৪ পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাস করেন ১ লাখ ২০ হাজার ৯৩ শিক্ষার্থী। এ বছর পাসের হার গতবারের তুলনায় কমেছে।
গতবার পাসের হার ছিল ৮১ দশমিক ১৬ এবছর জিপিএ-৫ পেয়েছেন ১১ হাজার ৮৩০ জন। এ বছর ছাত্রদের পাসের হার ৭৬ দশমিক ০৮ আর ছাত্রীদের পাসের হার ৮২ দশমিক ১৩। জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রের সংখ্যা ৫ হাজার ৫৭৫ জন ও ছাত্রীর সংখ্যা ৬ হাজার ২৫৫ জন। বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ২২ জন। এক বিষয়ে অকৃতকার্য ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৪ হাজার ৩৪৯ জন।