শিক্ষা উপকরণের দাম বাড়ায় বিপাকে অভিভাবকরা

- আপডেট সময় : ০৭:২৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩ ২৮২ বার পড়া হয়েছে
বছরের শেষে হঠাৎই বেড়ে গেছে শিক্ষা উপকরণের দাম। বই, খাতা, ব্যাগ, পোশাক, সবকিছুরই দাম বাড়তি। বিক্রেতারা বলছেন, আমদানি ও উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় এমনটি হয়েছে। তাই কমে গেছে বিক্রি। বেশ হিসাব করে শিক্ষা উপকরণ কিনতে হচ্ছে বলে জানালেন অভিভাবকরা। ক্রেতা ও বিক্রেতাদের দেয়া তথ্য অনুযায়ী, এবারে শিক্ষা উপকরণের জন্য ব্যয় আগের তুলনায় গড়ে অন্তত দেড়গুণ বেশি হবে।
স্কুল ও কলেজ। এসব প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আশপাশে গড়ে উঠেছে শিক্ষা উপকরণের স্টেশনারি দোকান, ইউনিফর্ম বিক্রির প্রতিষ্ঠান এবং ব্যাগ ও জুতোর শো রুম। অন্য বছরের এই সময়ে স্কুলে ভর্তি ও নতুন ক্লাসে ওঠাকে কেন্দ্র করে এসব দোকানে বিক্রি শুরু হয়ে যেতো, কিন্ত এবারে চিত্র ভিন্ন।
এখনো শুরু হয়নি বিক্রি। ক্রেতার অপেক্ষায় বসে রয়েছেন বিক্রেতারা। তারা জানালেন, শুধু ঢাকা নয় সারাদেশের চিত্র একই। তারা জানালেন, শিক্ষা উপকরণের দাম বেড়ে যাওয়ায় বিক্রি কম। আগামীতে তা বাড়লেও আগের মতো হবে না বলে শঙ্কা বিক্রেতাদের। কেউ কেউ লাভ কমিয়ে বিক্রি ধরে রাখার চেষ্টা করছেন।
ক্রেতারা জানালেন, প্রতিটি শিক্ষা উপকরণেরই দাম বেড়েছে। তাই কেনাকাটায় হিসেবি হতে হচ্ছে। অভিভাবকরা বলছেন, শিক্ষা উপকরণের দাম বেড়ে যাওয়ায় কাটছাট করতে হচ্ছে পরিবারের অন্য খাতের খরচেও।