সর্বশেষ ::
আমি প্রবাসী
মোঃ আকরামুল হক।
- আপডেট সময় : ০৩:২৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩ ৯৬ বার পড়া হয়েছে
আমি প্রবাসী
আমি ও সবার মতোই রক্তে মাংসে গড়া একটা সামাজিক জীব।
তার আছে সাধ আল্লাদ।
মায়া ভালোবাসা সুখ দুঃখ ইত্যাদি।আমারো ইচ্ছা জাগে হই হুল্লোড় করে ঘুরে বেড়াতে।
ইচ্ছে জাগে কাউকে পাশে বসিয়ে রমনার বটমূলে বাদাম চিবুতে চিবুতে মনের কথা গুলো বলতে।
আমারো ইচ্ছে হয় প্রিয় মানুষটির সাথে জোৎস্না আলোকিত রাতে চাঁদের সুনদর্য উপভোগ করতে ।
ইচ্ছে হয় প্রিয় মানুষটির কোলে মাথা রেখে শত রজনী গল্পে মশগুল হতে।
ইচ্ছে হয় প্রিয় মানুষটির কোলে মাথা রেখে শত রজনী গল্পে মশগুল হতে।
কিন্তু আমি যে প্রবাসী।
আমি যে এক টাকার মিশিন।
আমার সাধ আল্লাদ সব চুল্লৈ ঠেলে দিয়ে
আমি যে দিন শেষে এক টাকার মিশন।
আমি যে দিন শেষে এক টাকার মিশন।
মিটাই সবার সাধ আল্লাধ বিরাম হীন।
আমি যে প্রবাসী আমার কাছে সকালের আবদার সীমা হীন।
আমি যে প্রবাসী আমার কাছে সকালের আবদার সীমা হীন।
স্ত্রীর রং বেরঙের সখের নানান গয়না
ছোট ভাই বোনদের হাজারো বায়না
শালা শালী শুরুর শাশুরী তাদের সখ তো যেন আমার ঋন ।
ছোট ভাই বোনদের হাজারো বায়না
শালা শালী শুরুর শাশুরী তাদের সখ তো যেন আমার ঋন ।
শুধু একজন আছে যার কোন চাহিদা থাকেনা
তাঁর সঙ্গী শুধু কান্না তার একটাই বায়না বাজান তুমি বাড়ি আয়বানা
তাঁর সঙ্গী শুধু কান্না তার একটাই বায়না বাজান তুমি বাড়ি আয়বানা
আর কতো দিন মন তো আর মানে না প্রাণে তো আর বুঝে না
আমার বাজান কেন বাড়ি আয় না।
এই মা বাদে আমি আর কারো কাছেই কিছু না
আমি যে প্রবাসী
আমি যেন এক টাকার মিশিন।