আমি তরুন

- আপডেট সময় : ১০:৪৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ ২১৭ বার পড়া হয়েছে
“আকরামুল হক”
আমি তরুন আমি ভাঙ্গবো তালা খোলবো দ্বার
ভেঙ্গে দিবো যত সয়ংসয় সর্বত্রে ছিনিয়ে আনতে জয়।
আমি লিখবো কবিতা জয় ছিনেয়ে আনবো সত্য বিধাতার।
আমি তরুন আমি লিখবো কবিতা করবো প্রতিবাদ
ভাঙ্গবো অন্ধ নগরী বহাবো আলোর দ্বারা।
আমি ভাঙ্গবো মিথ্যের করাগার আমি ছুটে চলবো উল্কার মতো আনতে আগাত হয়ে টর্নেডো ভেঙ্গে দিতে অন্যায়ের বিষ দাঁত।
আমি তরুন আমি সংগ্রাম করবো এনে দিতে নতুন প্রভাত।
আমি তরুন সংগ্রাম করা ধর্ম প্রতিবাদ করা আমার কর্ম।
আমি তরুন এই গুনে ধরা সমাজটাকে দায়াত্ব আমার ভাঙ্গার।
আমি তরুন আমি স্লোগান ধরবো রাজ পথ কাঁপাবার
আমার ধবনিতে কম্পিত হবে সৈরাচারের দ্বার।
আমি তরুন আমার বয়স এখন জেলে যাবার।
আমি তরুন আমার দায়াত্ব আমার ঘুমন্ত সমাজকে জাগিয়ে তোলার ছারতে হবে হুঙ্কার।
আমি যে তরুন আমার সময় এখন রুখে দাঁড়াবার।
যুগে যুগে যত জয় সবইতো বাঁজি মাত করেছে
আমাদের পূর্ব সূরীরাই।
আমি যে তরুন আমার দায়াত্ব সমাজটা সংস্কার করার।
তাই বলি শুনো ওহে নৌযান গড় সমাজটাক তোমার শক্তিতে।
যুগে যুগে তরুনের হবে জয়গান।