সুনামগঞ্জের শাল্লায় সুরঞ্জিত সেনগুপ্তের ৬ষ্ট তম স্বরণসভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৬:৩৩:১০ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩ ১৬৮ বার পড়া হয়েছে
বর্ষীয়ান রাজনীতিবিদ জাতীয় নেতা রাজনীতির নান্দনিক শিল্পী,সংসদীয় রাজনীতির উজ্জল নক্ষত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,সাবেক মন্ত্রী ও সংবিধান প্রণেতা প্রয়াত বাবু সুরঞ্জিত সেনগুপ্তের ষষ্ঠতম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জের শাল্লায়।
আজ রবিবার (৫ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ গণমিলনায়তনে বেলা ১২ টায় সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক পি সি দাস পীযুষ এর সঞ্চালনায়, সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ সভাপতি ও আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি অলিউল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরী।
এর পুর্বে বেলা ১০ টায় সুরঞ্জিত সেনগুপ্তের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে একটি শোকর্্যলী উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্মরণ সভায় সবাই অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাল্লা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুস ছাত্তার,উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট দীপু রঞ্জন দাশ,সাবেক কৃষক লীগের সভাপতি কাজল বরন চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা শ্যামাপদ সরকার,সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের সিনিয়র সদস্য বিকাশ রঞ্জন চক্রবর্তী, আটগাঁও ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মামুন আল কাউসার, সাবেক ছাত্রলীগ সভাপতি রেজাউল করিম লিটন,সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অজয় তালুকদার প্রমুখ। বক্তারা প্রয়াত জাতীয় নেতা বাবু সুরঞ্জিত সেনগুপ্তের স্মৃতিচারণ করে বলেন,সুরঞ্জিত সেনগুপ্ত একজন ধ্রুবতারা। যার প্রতিভা জাতীয় ও আন্তর্জাতিক ভাবে প্রশংসনীয়। তিনি ভাটি বাংলায় সর্বজন শ্রদ্ধেয় নেতৃত্বের আসনে অধিষ্ঠিত ছিলেন। উনার মৃত্যুতে দেশ ও দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। উনার নীতি ও আদর্শকে হৃদয়ে লালন করে সামনে এগিয়ে যাওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান বক্তারা।
বিকাল ৫ টায় শাল্লা সদরস্থ সার্বজনীন কালী মন্দিরে উনার আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন উপজেলার সর্বস্তরের জনগণ।
উল্লেখ সুরঞ্জিত সেনগুপ্ত ৫ ফেব্রুয়ারি ২০১৭ খ্রি মৃত্যু বরণ করেন। জন্ম ৫ মে ১৯৪৫ খ্রি।