ওয়ার্ল্ড ভিশনের নগদ অর্থ ও হাইজিন কিটস বিতরণ
- আপডেট সময় : ০৬:৪৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২ ৯৯ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ প্রতিনিধিঃ বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সুনামগঞ্জ এপির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও হাইজিন কিটস বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে শহরের জামতলাস্থ ওয়ার্ল্ড ভিশনের কার্যালয় থেকে নগদ অর্থ ও হাইজিন কিটস বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশনের ভারপ্রাপ্ত ম্যানেজার উত্তম হালদার।
প্রোগ্রাম অফিসার আলফ্রেড পাড়ৈ-এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক মো. রেজাউল করিম।
পরে উপকারভোগীদের মাঝে নগদ অর্থ ও হাইজিন কিটস বিতরণ করা হয়। ভারপ্রাপ্ত ম্যানেজার উত্তম হালদার জানান, সুনামগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের ক্ষতিগ্রস্থ ৭শত পরিবারের মধ্যে পর্যায়ক্রমে পরিবার প্রতি ৪হাজার ৫শত টাকা হারে বিকাশের মাধ্যমে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।