তন্ময় দেব শাল্লা, সুনামগঞ্জ প্রতিনিধিঃ স্বাস্থ্য বিভাগের কাগজপত্র ছাড়া গড়ে ওঠা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে সুনামগঞ্জের শাল্লায় অভিযান চালিয়েছেন স্থানীয় প্রশাসন।
অভিযানে হাসপাতাল ব্যানার ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা সহ প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু তালেব মেডিজোন ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করেন এবং ২ হাজার টাকা জরিমানা করেন।
এবিষয়ে মেডিজোন ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী রঞ্জন কুমার কর বলেন আমার মেডিজোন ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স প্রসেসিংয়ে ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব বলেন মেডিজোন ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটিকে জরিমানা সহ সিলগালা করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।