পি সি দাস, ষ্টাফ রিপোর্টা্ সুনামগঞ্জঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দর পাহাড়ি গ্রামের পাশে বাদাম উটাতে গিয়ে বজ্রঘাতে ৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
একেই সাথে আরো ১০ জন গুরুতর আহত হয় বলে পুলিশ ও নিহতদের পরিবার সুত্রে জানা যায়। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টায় গ্রামের পাশের হাওরে বাদাম তুলতে যাওয়া ২২জনের একটি দলে ছিল নিহত শিক্ষার্থীরা।
সখের বশে বাদাম তুলতে যাওয়ায় হঠাৎ করে চারদিক অন্ধকারে ডেকে গিয়ে নেমে আসে মুষলধারে বৃষ্টি। একের পর এক প্রচন্ড বজ্রপাত আঘাত আনতে থাকলে আত্মরক্ষায় বাদাম তুলতে যাওয়া লোকজন হাওরের একটা টিনের চালের ঘরের নিচে আশ্রয় নেয়।
হঠাৎ একটি বজ্রপাত টিনের চালার উপরে পড়লে সাথে সাথে তাওহিদা (১৪),রিপা (১৫)ও আমিরুল(১৩) নামের ৩ শিক্ষার্থীর মৃত্যু হয় এবং আহত হয় আরো ১০ জন। এসকল শিক্ষার্থীগন স্থানীয় প্রাইমারী ও নিম্ন মাধ্যমিক স্কুলের ছাত্র-ছাত্রী বলে জানা গেছে।
বাকি ১০ জনকে এলাকার লোকজন আহত বস্থায় উদ্বার করে তাহিরপুর ও সুনামগঞ্জ হাসপাতালে প্রেরন করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের প্রয়োজনীয় ব্যবস্থা করছেন ।
এ ঘটনায় নিহতদের পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাহিরপুর পুলিশ কর্তৃপক্ষ এঘটনাকে খুবই অনাকাঙ্ক্ষিত ও প্রাকৃতিক দুর্যোগেই এ দুর্ঘটনা বলে মন্তব্য করেছেন।
সেই সাথে গভীর ভাবে ব্যতিত হয়েছেন বলেও জানিয়েছেন তারা।