তন্ময় দেব, শাল্লা ( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ বজ্রাপাতে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে সুনামগঞ্জের শাল্লায়। নিহতরা হলেন উপজেলার শাল্লা গ্রামের নাছিরপুর পাড়ার
চাঁন খাঁর ছেলে মকবুল খাঁ (৫০) এবং তার ছেলে মাসুদ খাঁ (৯) । বৃহস্পতিবার সকাল ৭ টায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মাসুদ খাঁ তার দুই ছেলে ও শ্যালক পুত্রকে নিয়ে বাড়ির দক্ষিন পাশের জমিতে কৃষি কাজ করতে যান। সকাল সাতটার দিকে হঠাৎ বজ্রাপাতে ঘটনাস্থলে মুকুল খাঁ ও তার ছেলে মাসুদ খাঁর মৃত্যু হয়। এসময় পাশে থাকা
নিহত মুকুল খাঁর বড় ছেলে রিমন খাঁ (১১) ও শ্যালক পুত্র তানভীর হোসেন (৭) আহত হওয়ায় চিকিৎসার জন্য দ্রুত হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। এখন তাদের অবস্থা ভাল রয়েছে বলে পরিবার সুত্রে জানা যায়। খবর পেয়ে সকালেই ঘটনা স্থলে পৌঁছেন পুলিশ সদস্যের একটি দল।
এ খবর পেয়ে বেলা ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব ও ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাস, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার, উপজেলা প্রেসক্লাব সভাপতি পি সি দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরকার ফজলুল করিম, সমবায় কর্মকর্তা আলমগীর কবির খান ঘটনা স্থলে যান।
এসময় নির্বাহী কর্মকর্তা আবু তালেব শোকাহত পরিবারের সদস্যের হাতে ১০ হাজার টাকা ও কিছু শুকনো খাবার তুলে দিয়ে শোকহাত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বিকালে নিজ বাড়ির পাশের কবরস্থানে মৃতদের দাফন কাজ সম্পন্ন করা হবে।
এমন মর্মান্তিক ঘটনায় অসহায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।