শাল্লা প্রেসক্লাবের নির্বাচনে পি সি দাস সভাপতি বিপ্লব রায় সম্পাদক

- আপডেট সময় : ১২:০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২ ১৪১ বার পড়া হয়েছে
ষ্টাফ রিপোর্টার’ সুনামগঞ্জঃ উৎসব মুখর পরিবেশে অনুষ্টিত হল সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রেসক্লাবের প্রথম নির্বাচন । বুধবার বেলা ১২ টায় শুরু হয়ে ২ টায় ভোট গ্রহন শেষ হয়।
নির্বাচনে ১৯ জন গণমাধ্যমকর্মী সবাই তাদের ভোটাধীকার প্রদান করেন।
ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস শহীদ ফলাফল ঘোষণা করেন। এতে সভাপতি পদে দুজন প্রার্থী সমান ভোট পেয়েছেন। এর মধ্যে মানবজমিনের প্রতিনিধি পিসি দাস ৭ ভোট তরুণকণ্ঠের প্রতিনিধি বকুল আহমেদ ৭ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী জনবানীর প্রতিনিধি বাদল দাস পেয়েছেন ৫ ভোট।
পরে নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব মহোদয়ের কার্যালয়ে নির্বাচন কমিশনারগন, ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাস,
অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, সহ গণমাধ্যমকর্মীসহ
সমান ভোট প্রাপ্ত পি সি দাস ও বকুল আহম্মেদের সম্মতিক্রমে লটারির মাধ্যমে পি সি দাস বিজয়ী হন।
সাধারণ সম্পাদক পদে আজকের পত্রিকার প্রতিনিধি বিপ্লব রায় ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী দিলোয়ার হোসেন পেয়েছেন ৬ ভোট।
কোষাধ্যক্ষ পদে ১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জৈন্তাবার্তার প্রতিনিধি আমির হোসেন। নিকটতম প্রতিনিধি আজকালের খবর এর প্রতিনিধি বদিরুজ্জামান পেয়েছেন ৮ ভোট।
ফলাফল শেষে প্রধান নির্বাচন কমিশনার বিজয়ীদের মালা পড়িয়ে বরণ করেন। এবং সভাপতি ২ জনের মধ্যে পুনরায় নির্বাচন পরবর্তীতে অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন জানান।