সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ঐতিহ্যবাহী খেলার মাঠকে অক্ষত রেখে পুরাতন ভবন ভেঙ্গে নতুন ভবন নির্মানের দাবীতে মানববন্ধন করে স্থানীয় ক্রীড়াপ্রেমি ও যুবকরা। রবিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ধনপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম, মো: খলিলুর রহমান, খেলোয়ার মো: সজল খান, মো: সাব্বির রহমান, রেজুয়ান হোসেন, মো: সাগর মিয়া, মো: ফারুক মিয়া, আল আমিন হোসেন, আশিক মিয়া, নাছির মিয়া ও সুমন মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, চিনাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ঐতিহ্যবাহী খেলার মাঠটি উত্তরাঞ্চলের ক্রীড়া প্রেমিদের খেলার একমাত্র মাঠ। এ মাঠ নষ্ট করে বিদ্যালয়ের ভবন নির্মান করতে দেয়া হবে না। পুরাতন ভবন ভেঙ্গে নতুন ভবন করা হলে বিদ্যালয়ের মাঠটি অক্ষত থাকবে। তাই বিদ্যালয়ের খেলার মাঠটি অক্ষত রেখে পুরাতন ভবন ভেঙ্গে নতুন ভবন নির্মান করতে হবে।