দিনাজপুরের খানসামায় এক বিদ্যালয়ে একই পরিবারের পাঁচ শিক্ষক কর্মরত

- আপডেট সময় : ০৮:৫৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩ ১৫০ বার পড়া হয়েছে
দিনাজপুরের খানসামা উপজেলার শুশুলী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা ও সভাপতি সহ একই পরিবারের ৫ জন শিক্ষক হিসাবে কর্মরত। ফলে স্কুল টি পারিবারিক সম্পদে পরিনত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পকেট কমিটি করে দূনীতির মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে দপ্তরী পদে দুই জন কে নিয়োগ দেয়া হয়েছে। এদিকে স্কুলটি কে পরিবারতন্ত্র করায় এলাকাবাসি ফুসে উঠেছে।
এসব দুনীতির প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন এলাকাবাসি। মানব বন্ধনে এলাকার অভিভাবক নারী-পুরুষ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।
মানবন্ধনে দাতা সদস্য তছির উদ্দিন ও ওবায়দুল ইসলাম বলেন, স্কুলের প্রধান শিক্ষিকা গুলনাহার বেগম গোপনে তার পরিবারের লোকজনকে দিয়ে স্কুল ম্যানেজিং কমিটি তৈরি করেছেন। ম্যানেজিং কমিটির সভাপতি তার দেবর মশিউর রহমান। শিক্ষিকা সহ তার দেবর টাকার বিনিময়ে দপ্তরী নিয়োগ সহ বিভিন্ন অনিয়মের সাথে জডিত। স্কুলটিতে মোট ১২ জন শিক্ষকের মধ্যে ৫ জন শিক্ষক প্রধান শিক্ষিকা গুল নাহার বেগমের পরিবারের। এবং তার দেবর খানসামা কলেজের প্রভাষক মসিউর রহমান কে ম্যানেজিং কমিটির সভাপতি করেছেন।
তার অপর দেবর শিক্ষক হিসাবে জিয়াউর রহমান এবং তার স্ত্রী জিয়াসমিন ,প্রধান শিক্ষিকার চাচা ওসমান গনি এবং তার ছেলে মাহবুবুর রহমান শিক্ষক হিসাবে কর্মরত রয়েছেন। শুশুলী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষিকার পরিবারের মোট ৫ জন কর্মরত রয়েছেন। এর বাইরে তার দেবর স্কুল কমিটির সভাপতির পদে রয়েছেন।এ বিষয়ে শিক্ষা অধিদপ্তর, শিক্ষাবোর্ড সহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দেয়া হয়েছে। এসময় মানববন্ধন থেকে অবৈধ ম্যানেজিং কমিটি বাতিল সহ প্রধান শিক্ষিকার শাস্তি দাবি করা হয়।