লালমনিরহাটে দিনদুপুরে মোটর সাইকেল ও নগদ টাকা ছিনতাই থানায় অভিযোগ

- আপডেট সময় : ০৮:৩৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২ ১৩৩ বার পড়া হয়েছে
মোঃ বিপুল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে দিনদুপুরে মোটর সাইকেল ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আর এবিষয়ে লালমনিরহাট সদর থানায় একজনের নাম উল্লেখ করে ও বাকি দুইজন অজ্ঞাত নামা কে অভিযুক্ত করে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানাগেছে, লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে, আবু রায়হান (২৩) স্থানীয় বড়বাড়ি বাজারস্থ যারা এন্ড জান্নাতি ট্রেডার্স প্রতিষ্ঠানে মার্কেটিং সেলসম্যান হিসেবে কাজ করে আসছেন।
১২ এপ্রিল (মঙ্গলবার) আনুমানিক দুপুর ১টার দিকে কোম্পানির টাকা সাথে নিয়ে কুড়িগ্রামের একটি ব্যাংকের উদ্দেশ্যে রওনা দিলে, পথিমধ্যে আইর খামার নামক স্থানে, পূর্ব পরিকল্পিতভাবে ঐ এলাকার মজিবর রহমানের ছেলে মিলন মিয়া (৩৫) সহ দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি রায়হানের পথরোধ করে এবং তার সাথে থাকা লাল রং এর বাজাজ ১০০ সি সি মোটর সাইকেল ও নগদ ৫০ হাজার ৬ শত টাকা ছিনিয়ে নিয়ে যায়।
অভিযুক্ত মিলনের সাথে বিষয়টি নিয়ে বোবাইল ফোনে কথা বললে তিনি বলেন, রায়হানের সাথে আমার পুরাতন দেনাপাওনার হিসেব রয়েছে।
আর এবিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে
উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।