রংপুর
দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

মৌঃ আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিদ্যুৎ স্পষ্টে হয়ে লক্ষন চন্দ্র রায় (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
৫ মার্চ শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে সাইতাড়া ইউনিয়নের পশ্চিম সাইতাড়া এলাকার দবিরের বাজারে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। স্থানীয় সূত্রে জানা যায় সাইতাড়া ইউনিয়নের পশ্চিম সাইতাড়া গ্রামের কালি পদ রায়ের ছেলে লক্ষন চন্দ্র দিনাজপুর সিটি কলেজের ২য় বর্ষের ছাত্র।
কলেজ বন্ধ থাকার কারনে পরিবারে অর্থের জোগান দিতে সে স্থানীয় একটি ডেকরেটারের দোকানে কাজ নেয়। ডেকরেটারের লাইনের কাজ করতে গিয়ে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ ওসি বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।