দিনাজপুরে দুর্বৃত্তদের হামলায় যুবলীগ নেতা আহত

- আপডেট সময় : ১০:৫৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২ ১৩০ বার পড়া হয়েছে
মোঃ আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর কোতয়ালী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নানকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
গত ১৩ ফেব্রুয়ারি রোববার রাত দশটার দিকে সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের নান্দরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুল হান্নান (৪৬) সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের বাশেরহাট বহবলিপুর এলাকার মৃত কালু মিয়ার ছেলে ও কোতয়ালী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি।
ঘটনার প্রত্যক্ষদর্শী জাকির হোসেন বিটুল বলেন, রাতে আমরা তিনজন মোটরসাইকেল নিয়ে পুকুর পাড়ে যাচ্ছিলাম। নান্দর পাড়া গ্রামের বাঁশবাগানের কাছে গেলে ১৪-১৫ জনের মুখোশ পরিহত দুর্বৃত্তের দল হাসুয়া দিয়ে এলোপাথাড়িভাবে হান্নানকে কোপাতে শুরু করে।
আমাদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় স্থানীয়রা গুরুতর অবস্থায় হান্নান কে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হান্নানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফাট করেন কর্তব্যরত চিকিৎসক।
দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোজাফফর হোসেন জানান ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।