দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীবন্দর বাজার এলাকায় ২৭ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে নির্মাণাধীন দালান ঘরের প্রাচীর ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। এ সময় দোকান ঘরের প্রাচীর ভাঙতে বাধা দেওয়ায় কয়েকজন নারীকেও লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার রানিরবন্দর এলাকার রানীপুর হ্যাঙ্গার পাড়া গ্রামের আব্দুর রহমানের স্ত্রী আরজিনা বেগম গত ২০১৫ এবং ২০১৯ সালে সাড়ে চার শতক জমি ক্রয় করেন।
সেই ক্রয় কৃত জমির উপর দোকান ঘর নির্মাণ কাজ করার এক পর্যায়ে প্রতিবেশী হাসান আলীর ছেলে আসাদুল (৪২) একই গ্রামের হেদায়েতুল্লাহছেলে মশিউর (৪০) সহ অজ্ঞাত আরো কয়েকজন সন্ত্রাসী প্রকাশ্যে নির্মাণাধীন পাকা দোকান ঘরের দেয়াল ভেঙ্গে গুড়িয়ে দেয়। এ সময় আরজিনা বেগম সহ তার মেয়েরা প্রতিবাদ করলে সন্ত্রাসীরা তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে হুমকি দেয়।
এসময় ভুক্তভোগী পরিবার ৯৯৯ নাম্বারে ফোন করে পুলিশকে বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ৯৯৯ নাম্বারে ফোন পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। তবে এ বিষয়ে আরজিনা বেগম বাদী হয়ে চিরিরবন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে।