মোঃ আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য সকল আবাসিক হলে ফাস্ট এইড কর্ণারের উদ্বোধন করা হয়েছে।
২৩ জানুয়ারী রোববার সকাল ১১ টায় হাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুম সকল হল সুপারগণের হাতে চিকিৎসা সামগ্রী (ওয়েট মেশিন, প্রেসার মাপা মেশিন, নবুলাইজার, থার্মামিটার, ব্যান্ডেজ, অক্সিমিটার) তুলে দেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চদ্র হালদার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, ডেপুটি চীফ মেডিক্যাল অফিসার ডা. মোঃ আনোয়ার হোসেনসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।
এ সময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এই অতিমারির সময়ও হল খোলা রাখা হয়েছে। তাই এই সময় তাদের স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই।
বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সুরক্ষার জন্য ধাপে ধাপে আরও চিকিৎসা সামগ্রী বিতরণসহ বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে। সরকারি সকল বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলার জন্য বিশ্ববিদ্যালয়ের সকলের প্রতি আহ্বান জানান এবং হলসুপার দের বিভিন্ন ধরণের দিকনির্দেশনা প্রদান করেন।