রেডজোনে দিনাজপুর জ্যামিতিক হারে বাড়ছে করোনা

- আপডেট সময় : ০৫:১৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২ ১৬৮ বার পড়া হয়েছে
মোঃআব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে জ্যামিতিক হারে বাড়ছে করোনার সংক্রমণ। আজ বৃহস্পতিবার গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৩৭ জন শনাক্তের হার ২১ দশমিক ৬৩ শতাংশ।
এদিকে অস্বাভাবিক হারে সংক্রমণ বেড়ে যাওয়ায় দিনাজপুর জেলাকে করোনা সংক্রমনের রেড জোন হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্যবিধি উপেক্ষিত হলেও নেই কার্যকর ব্যবস্থা।
দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী দিনাজপুরে গত ২৪ ঘন্টায় ১৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৩৭ জন পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৬৩ শতাংশ।
যা গত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ। নতুন শনাক্ত ৩৭ জন করোনায় আক্রান্ত রোগীর মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ২৮ জন, বিরল উপজেলায় ৩ জন, বীরগঞ্জ উপজেলায় ১ জন, বোচাগঞ্জ উপজেলা ১ জন, ঘোড়াঘাট উপজেলায় ১ জন এবং পার্বতীপুর উপজেলায় ৩ জন এনিয়ে দিনাজপুরে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৮ জনে।
এদিকে গত এক সপ্তাহে দিনাজপুরে করোনার সংক্রমণ অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় দিনাজপুর জেলাকে করোনা সংক্রমনের রেডজোন বা অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।