পার্বতীপুরে জমি সংক্রান্ত জেরে সন্ত্রাসী হামলা

- আপডেট সময় : ০৮:২৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩ ২৪ বার পড়া হয়েছে
দিনাজপুরে পার্বতীপুর উপজেলার উত্তর ধোপাকল গ্রামের বালাপাড়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ঘটনায় বর্ননা দিয়ে আব্দুল মতিন বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ডায়েরি নং ৯৬৭তাং-১৮/০৫/২০২৩ইং।
জানাযায় পার্বতীপুর উপজেলার উত্তর ধোপাকল গ্রামের বালাপাড়া এলাকার কামরুল ইসলাম ও তার স্ত্রী মোছাঃ সিরাজুম মুনিরা @ দুলালীসহ তাদের লোকজন ১৮ মে বৃহস্পতিবার দুপুর প্রায় ২ টার সময় মোঃ জিনাত আলীর পুত্র আঃ মতিনের বসত বাড়ীর একতলা ভবনের সিমানা প্রাচীর ঘেষে গর্ত করে। তারা ভবন নির্মাণ করার অযুহাত দিয়ে বড় গর্ত করার কারণে সিমানা প্রাচীর ভেঙ্গে পড়ে যায়। এবিষয়ে প্রতিবাদ সহ ক্ষতিপুরণ দাবী করলে কামরুলসহ তার লোকজন ক্ষিপ্ত হয়ে আব্দুল মতিনকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারীভাবে প্রহার করে। এসময় আব্দুল মতিন প্রাণ রক্ষার জন্য আত্মচিৎকার দিলে আশ পাশ থেকে পথচারীসহ লোকজন এগিয়ে এসে তাকে রক্ষা করে। স্থানীয় লোকজনদের সহযোগিতায় আহত আব্দুল মতিন পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে। এ বিষয়ে আব্দুল মতিন জানান কামরুল সহ তার সন্ত্রাসী বাহিনীর কার্য্যকলাপে নিজ বাড়িতে যেতে পারছি না। বর্তমানে তাদের সন্ত্রাসমুলক কার্যকলাপে পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।
এবিষয়ে জানতে অভিযুক্ত কামরুল ইসলামের মোবাইল ফোন বন্ধ থাকার কারণে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।