সর্বশেষ ::
সিরাজগঞ্জে নারী মাদক ব্যবসায়ী আটক

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ।
- আপডেট সময় : ০১:৫২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩ ১৬৯ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে ১ কেজি গাঁজাসহ মোছাঃ আসমা খাতুন (৪৮) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। আটককৃত আসমা খাতুন জেলার সলঙ্গা থানার হাটিপাড়া পশ্চিমপাড়া গ্রামের আছির উদ্দিন সেখের মেয়ে ও মোঃ শাহিন সেখের স্ত্রী।
বুধবার (২৫ জানুয়ারী) দুপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের ওসি মোঃ রওশন আলী এ প্রেস বিজ্ঞপ্তি জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মোঃ ওয়াদুদ আলীর নেতৃত্বে গতকাল মঙ্গলবার রাতে সলঙ্গা থানার হাটিপাড়া পশ্চিমপাড়া গ্রামের মোছাঃ আসমা খাতুনের বসত বাড়ীতে একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। পরবর্তীতে সলংগা থানায় মাদকদ্রব্য আইনে মামলা করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।