পাবনা প্রতিনিধিঃ পাবনা জেলা আওয়ামীলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ বুধবার (১৩এপ্রিল) সন্ধ্যায় এডওয়ার্ড কলেজ সাত্তার মিলনয়াতনে এর আয়োজন করা হয়।
এসময় স্বাগত বক্তব্যদেন পাবনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, সভাপতি ও পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পাবনা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. শামসুর হক টুকু, পাবনা-২ আসনের সংসদ সদস্য ফিরোজ কবির, সদর উপজেলা আ.লীগের সভাপতি মোশারফ হোসেন, পৌর মেয়র শরিফ উদ্দিন প্রধান প্রমুখ।
এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবমহিলা আওয়ামীলীগসহ অংগসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও অসংখ্য সাধারণ মানুষ ইফতার মাহফিলে অংশ নেন। দেশের শান্তি ও মঙ্গল কামনা করে ইফতার মাহফিলে দোয়া অনুষ্ঠিত হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।