পাবনা প্রতিনিধিঃ ২৪ কোটি টাকা ব্যায়ে পাবনার নবনির্মিত শিল্পকলা একাডেমি আগামী ১৩ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। আজ (১০ এপ্রিল) রোববার বিকেলে উদ্বোধনের সার্বিক প্রস্তুতি সরেজমিন পরিদর্শন করেন পাবনা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক এমপিসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বাংলা নববর্ষে পাবনাবাসীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটি অনন্য উপহার বলে মনে করেন স্থানীয় সাংস্কৃতিক কর্মিরা। পরিদর্শন শেষে সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত ব্যক্তিবর্গ। এ সময় আরও উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাবিরুল ইসলাম বিপ্লব, পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জুরী খান সৌমী, গণপূর্ত বিভাগের প্রকৌশলী সহ অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।