সোহাগ হাসানঃ মাদক বিরোধী অভিযান চালিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থেকে ২৩৬ বোতল ফেন্সিডিলসহ আব্দুল ওয়াদুদ (৩৫) নামের এক শীর্ষ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আটক আব্দুল ওয়াদুদ ঠাকুরগাঁও জেলার গেদুড়া গ্রামের নজরুল মুন্সীর ছেলে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী এতথ্য নিশ্চিত করেছেন।
ওসি আরও জানান, গোপন সংবাদে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার সলঙ্গার হাটিকুমরুল গোলচত্ত্বর হাজী ঈমান আলী মার্কেটের সামনে অস্থায়ী চেক পোষ্ট স্থাপন করে ঠাকুরগাঁও হতে ঢাকাগামী যাত্রাবাহী বাস শুভ বসুন্ধরা পরিবহনে তল্লাশি চালিয়ে আব্দুল ওয়াদুদকে আটক করা হয়েছে।
এসময় আটক মাদক কারবারির শরীল তল্লাশি চালিয়ে ২৩৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এঘটনায় সলঙ্গা থানায় একটি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।