সোহাগ হাসানঃ সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ৫৫লিটার চোলাই মদসহ শ্রী দেবেন বড়াই (৬০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ সদস্যরা।
আটককৃত দেবেন বড়াই তাড়াশের শুভার মধ্যপাড়া গ্রামের মৃত সুরিন বড়াইয়ের ছেলে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) দুপুর ১টার দিকে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২’র কোম্পানী কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঃ জন রানা।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে র্যাবের একটি চৌকষ আভিযানিক দল তাড়াশে অভিযান চালিয়ে দেবন বড়াইকে আটক করে।
এসময় তার কাছ থেকে ৫৫ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত ও আসামীকে তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে। আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।