পাবনার যুবদল নেতার বাড়ীতে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

- আপডেট সময় : ০৫:২৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩ ১১০ বার পড়া হয়েছে
পাবনায় সুজানগর উপজেলা যুবদলের সদস্য ও আহাম্মদপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আল ফারুক সবুজের বাড়ীতে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সুজানগর উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের সৈয়দপুর উজানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য বেড়া উপজেলা চেয়ারম্যানকে দায়ী করেছেন ক্ষতিগ্রস্থরা।
যুবদলের সদস্য আল ফারুক সবুজ জানান, দীর্ঘদিন ধরে উপজেলা চেয়ারম্যানের রেজাউল হক বাবু’র নেতৃত্বে বিপুল মিয়া, ফিরোজ, রাজ্জাক, মিজান ও কবিরসহ তার সন্ত্রাসী বাহিনী নিয়ে তার বাড়িতে হামলা চালিয়ে ঘরে থাকা নগদ টাকা, সোনার গহনা, ব্যাংকের চেক, টিভি, ফ্রিজ ঘরের থাকা মূল্যবান আসবাবপত্র লুট করে নিয়ে যায় এবং তার ভাইয়ের বাড়িতেও ভাংচুর লুটপাট চালায় এই সন্ত্রাসী বাহিনী। তারা ভাংচুর ও লুটপাট করেই ক্ষ্যান্ত হননি তার পরের দিন শুক্রবার রাতে আহাম্মদ পুর ইউনিয়ন শাখা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম খানের বাড়িতে পাটের গোডাউনে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছেন তারা।
সম্প্রতি এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। জনমানব শূন্য হয়ে পরেছে ঐ এলাকা। সুজানগর উপজেলা বিএনপির পক্ষ থেকে এসব হামলা, ভাংচুর ও মারধরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
এ ব্যাপারে বেড়া উপজেলা চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বাবু তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ওই এলাকায় একজন পাগলকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দু‘পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ ছাড়া তেমন কিছুনা। তৃতীয় পক্ষ এখানে ফায়দা লোটার চেষ্টা করছে বলে মনে হচ্ছে।
বেড়া আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।