বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ময়মনসিংহ জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৮:৪১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২ ২৬৭ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জনাব মোঃ মজিবুর রহমান স্বপন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জনাব ফরিদুর রহমান খান ইরান এবং স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জনাব মোস্তফা কামাল মনি। এছাড়াও কেন্দ্রীয় কমিটি ও জাতীয় পরিষদের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব নাজমুল হক মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনাব তানজীর আহমেদ রাজীবের সঞ্চালনায় উক্ত সভায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলার সভাপতি/ আহবায়ক, সাধারণ সম্পাদক/যুগ্ম-আহবায়কবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জনাব গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক জনাব এ কে এম আফজালুর রহমান বাবুর নির্দেশ অনুযায়ী সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের মেয়াদোত্তীর্ণ কমিটি গুলো দ্রুততম সময়ের মধ্যে গঠনের জন্য নির্দেশ দেন।