আলমগীর সরকার, ময়মনসিংহঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ছুটির দিনে বাড়ি যাওয়া হলো না মাদ্রাসা শিক্ষার্থীর। লরি চাপায় সড়কে মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ এপ্রিল)সকাল সাড়ে ১০টার দিকে গফরগাঁও-ভালুকা সড়কের পুখুরিয়া গ্রামের বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব হাসান (১৫) পার্শ্ববর্তী ভালুকা উপজেলার হাজী বাজার এলাকার মোঃ খায়রুল ইসলামের ছেলে। সে পৌর শহরের তেজপাতা মার্কেট এলাকার ইমাম হাফসা হাফিজুল কোরআন মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মাদ্রাসা থেকে অনুমতি নিয়ে সে বাইসাইকেল চালিয়ে ভালুকায় নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা করে। ঘটনাস্থলে পৌঁছার পর প্রথমে একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগে ও পরে বিপরীত দিক থেকে আসা একটি লড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় রাকিব।
স্থানীয়রা ঘাতক লড়িটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ বলেন,এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।