আলমগীর সরকার, ময়মনসিংহঃ বর্ণিল সাজে ময়মনসিংহে বাংলা নববর্ষ ১৪২৯-এর বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সারা বছরের মঙ্গল কামনায় এই শোভাযাত্রার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় শোভাযাত্রাটি ময়মনসিংহ নগরীর মুকুল নিকেতন স্কুল থেকে শুরু হয়ে টাউন হল মোড় ঘুরে জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের পাশাপাশি বিভিন্ন পেশাজীবি মানুষের প্রতীকী সাজ উপস্থাপন করা হয়েছে। শোভাযাত্রার উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস,অতিরিক্ত ডিআইজি শাহ আবিদ হোসেন, ময়মনসিংহ জেলা প্রশাসক এনামুল হক ও জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।