কালিয়ার ৩ নং হামিদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৯:৫৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২ ২২১ বার পড়া হয়েছে
নড়াইলের কালিয়া উপজেলার ৩ নং হামিদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ নভেম্বর) বিকালে হামিদপুর ইউনিয়নের ভোমবাগ ঈদগাহ মাঠে কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন প্রস্তুত কমিটির সভাপতি উজ্জ্বল মোল্লার সভাপতিত্বে ও কালিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনুর মোহাম্মদ আনু এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ তারিকুল ইসলাম উজ্জ্বল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও নড়াইল সদর উপজেলার ৪নং আউরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট এস এম পলাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রাকিব হোসেন, ১১ নং পেড়লী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজিম শিকদার সহ ৩ নং হামিদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
৩ নং হামিদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের উদ্বোধন করেন কালিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জামান হোসেন জন।