মোংলায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন মেয়র শেখ আঃ রহমান

- আপডেট সময় : ০৯:৩৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২ ১৪১ বার পড়া হয়েছে
আলী আজীম, মোংলা, বাগেরহাটঃ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোংলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান। পূজা মন্ডপ পরিদর্শনের পাশাপাশি উৎসবের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন তিনি।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধায় উপজেলার বিভিন্ন এলাকার এসব পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে তিনি পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময়, সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয়া শুভেচ্ছা বিনিময় করেন ও আর্থিক সহযোগিতা প্রদান করেন। পূজা পালনে যেন কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সকলকে সতর্ক থাকার আহবান জানান।
তিনি বলেন, ধর্ম যার যার কিন্তু উৎসব সবার। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক এক হয়ে পথ চলি। প্রত্যেকের ধর্মকে আমরা সম্মান করি।
পূজা মন্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, স্থানিয় কাউন্সিলর, স্থানীয় নেতৃবৃন্দ ও মোংলা পোর্ট পৌরসভার বিভিন্ন কর্মকর্তা/কর্মচারী প্রমূখ।