কালিয়ার পাঁচগ্রাম ইউনিয়নের সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৫:০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২ ১৩৫ বার পড়া হয়েছে
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলার পাচঁগ্রাম ইউনিয়নে সামাজিক সম্প্রীতি কমিটির সদস্যদের নিয়ে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ১৪নং পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান মোঃ জহুরুল হক মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম।
এছাড়া অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, ১৪ নং পাঁচ গ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউনিয়ন বিট অফিসার এসআই কামরুজ্জামান জিয়া, ইউনিয়ন পরিষদের সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।
এ সময় বক্তারা যেকোনো পরিস্থিতিতে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সহ সকলের সহযোগিতা কামনা করেন।
এ সামাজিক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসমীম আলম সকলের সহযোগিতা কামনা করার পাশাপাশি জনগণের পাশে পুলিশ সর্বদা রয়েছে বলে জানান।