বিনামূল্যে সার ও বীজ পেলেন কালিয়ার ১৫শত প্রান্তিক কৃষক

- আপডেট সময় : ০৪:২৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২ ১৫৫ বার পড়া হয়েছে
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে কালিয়ায় ১৫০০ কৃষকের মধ্যে বিনামূল্যে আউস বীজ-সার বিতরণ করা হয়েছে। ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চলতি খরিপ মৌসুমে উফশী আউশ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কালিয়া পৌরসদরসহ উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ১৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে কৃষকদের মধ্যে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি বিভাগ।
উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইল দীপক কুমার রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান।
এতে স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা সুবীর কুমার বিশ্বাস।
ডিসি মোঃ হাবিবুর রহমান বলেন বলেন, দেশে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি ও মজুদ বাড়াতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ-সার বিতরণ করা শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের সার্বিক তত্ত্বাবধায়নে এ বীজ ও সার বিতরণ করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে সেই লক্ষ্যে প্রণোদনা দিচ্ছে কৃষি বিভাগ। খাদ্য মোকাবিলায় বড় চ্যালেঞ্জ নিয়ে সরকারের যেন খাদ্য ঘাটতি না ঘটে তাই বিনামূল্যে কৃষকদের বীজ ও সার বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জহুরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু রায়হান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভিন নিরীহ, কালিয়া প্রেসক্লাবের সভাপতি মসিউল হক মিটু প্রমুখ।
উল্লেখ্য, খরিপ-১/২২-২৩ মৌসুমে ২১-২২ অর্থবছরে উফসী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি কর্মসূচি প্রণোদনার আওতায় নড়াইল জেলায় ৩৫,১৩,৬০০ টাকা ব্যয়ে জেলায় মোট ৪হাজার ৫শত জন প্রান্তিক কৃষকদের মাঝে পর্যায়ক্রমে এ সকল উপকরণ বিতরণ করা হবে।