আলী আজীম, মোংলা, বাগেরহাটঃ বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন (মংলা) কর্তৃক ৪০০০ লিটার চোরাই ডিজেলসহ ২ জনকে আটক করে।
রবিবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন (মংলা) প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২০ মার্চ) আনুমানিক ভোর ৫ টায় কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি বেইস মংলার একটি টহল দল কর্তৃক বাগেরহাট জেলার মংলা থানাধীন পশুর নদীর ওমেরা গ্যাস জেটি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৪০০০ লিটার অবৈধ ডিজেলসহ ০২ জন চোরাকারবারিকে আটক করা হয়।
আটককৃতরা হলো খুলনা জেলার কয়রা থানার কুসুডাংগা গ্রামের মোঃ আমজাদ সরদারের ছেলে বিল্লাল সরদার (৩১) ও নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার গাংচিল গ্রামের মৃত আঃ হান্নানের ছেলে মোঃ নুর আলম (৫৩)। জব্দকৃত ডিজেল ও আটককৃত ব্যাক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।