নড়াইল প্রতিনিধিঃ জেলার কালিয়া উপজেলার ৭নং বিটে বিট পুলিশিং সমাবেশ ২০২২ অনুষ্ঠিত হয়েছে। কালিয়া থানা পুলিশের আয়োজনে উপজেলার ৫নং সালামাবাদ ইউনিয়ন এর জোকা বাকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিট পুলিশিং সমাবেশে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রণব কুমার সরকার, কালিয়া থানার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া, কালিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম শেখ, ৫ নং সালামাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্লা মাহবুবুর রহমান মাহি সহ অত্র ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ বিট পুলিশিং সমাবেশে নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় তার বক্তব্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বদা নিরলসভাবে কাজ করে চলছে।
যারা এলাকার শান্তি বিনষ্ট করবে তাদের জন্য কঠোর আইনানুগ ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।