৫৮ বছর বয়সে বিয়ের পিঁড়িতে হামিদা - DesherSomoy24.com
ঢাকাশনিবার , ৫ মার্চ ২০২২
 1. অপরাধ
 2. আন্তর্জাতিক
 3. খেলা
 4. জাতীয়
 5. নির্বাচন
 6. প্রচ্ছদ
 7. প্রধান খবর
 8. প্রবাসে বাংলা
 9. ফিচার
 10. বিনোদন
 11. ব্যবসা ও বাণিজ্য
 12. রাজনীতি
 13. শিক্ষা ও সাহিত্য
 14. সব
 15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

৫৮ বছর বয়সে বিয়ের পিঁড়িতে হামিদা

Mohammad Ali Sumon
মার্চ ৫, ২০২২ ১২:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্কঃ অভাবে’র সংসারে জন্ম হয়েছিল হামিদা বেগমের। তার বয়স এখন ৫৮ বছর। বাবা-মাকে হারিয়েছেন অনেক আগেই। দুই বোনের মধ্যে বড় তিনি। ছোট বোনের বিয়ে হয়ে গেলে একা হয়ে যান হামিদা।

তবে নিজে বিয়ে করতে রাজি ছিলেন না। অবেশেষে হামিদা বেগম বিয়ের পিঁড়িতে বসলেন। গ্রাম’বাসীর আয়োজনে ৬৮ বছর বয়সী মোকছেদ আলী গাজী’র সঙ্গে তার বিয়ে দেওয়া হয়েছে।

হামিদা বেগম সাতক্ষীরা’র কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বাথুয়াডাঙ্গা গ্রামের মৃত শহর আলী গাজীর মেয়ে। দিনমজুরে’র কাজ করে কোনো মতে চলতেন তিনি।

বর মোকছেদ আলী গাজী একই উপজেলার নলতা ইউনিয়নে’র ঘোনা গ্রামের মৃত ছবেদ আলী গাজীর ছেলে। তিনি নিজের জমিজমা দেখাশোনা করেন।

তারালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক ছোট বলেন, হামিদা আপার বয়স ভোটার আইডি কার্ডে ৫০ হলেও বাস্তাবে ৫৭-৫৮ বছর হবে। তিনি খুব গরিব, তবে ধর্মভীরু ও চরিত্র’বান। এলাকার মানুষ কেউ কোনোদিন তার নামে কোনো বদনাম দিতে পারেনি।

কেউ কখনো কোনো অভিযোগও দেয়নি তার বিরুদ্ধে। তবে আপা বিয়ে করতে রাজি ছিলেন না। আসলে কী কারণে তিনি বিয়ে করতে চাইতেন না সেটি কেউ কখনো জানতেও পারেননি।

তিনি আরও বলেন, সম্প্রতি হামিদা আপাকে কে যেন বলেছেন বিয়ে না করলে বেহেশতে যেতে পারবে না। তখন আপা বিয়ে করতে রাজি হন।

এই খবর মুহূর্তে’র মধ্যেই গ্রামে ছড়িয়ে পড়ে। গ্রাম’বাসী সবাই মিলে পাত্র খুঁজতে শুরু করে। দেখাশুনার একপর্যায়ে মোকছেদ আলী গাজী মিলে যায়।

পাত্র-পাত্রী দুইজন দুইজনকে পছন্দ করলে বিয়ের দিন’ক্ষণ নির্ধারণ করা হয়। শুক্রবার (৪ মার্চ) দুপুরে জাঁকজমকপূর্ণ পরিবেশে গ্রাম’বাসীর আয়োজনে বিয়ে দেওয়া হয় তাদের।

ইনামুল হক ছোট বলেন, বিয়েতে গ্রাম’বাসী সবাই টাকা খরচ করেছেন। গ্রামে’র পাঁচ শতাধিক মানুষ উপস্থিত হয় বিয়ের আয়োজনে। খাওয়া দাওয়া হয়।

আমিও ছিলাম বিয়ের আয়োজক’দের একজন। বর’যাত্রী এসেছিল ২০ জন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলে নতুন বর-কনেকে বিদায় দিয়ে গ্রামবাসী বাড়িতে ফিরে যায়।

জানা গেছে, হামিদা বেগমের এটি প্রথম বিবাহ। অন্যদিকে পাত্র মোকছেদ আলী গাজীর দ্বিতীয় বিবাহ। মোকছেদ আলী গাজী’র প্রথম স্ত্রী মারা গেছেন অনেক আগে। প্রথম স্ত্রীর দুই ছেলে রয়েছে।

তারা বিবাহিত, নিজেদে’র আলাদা সংসার। ২০ জন আত্মীয়-স্বজন ও পরিবারে’র সদস্যদের নিয়ে বিয়ের আসরে হাজির হন মোকছেদ আলী গাজী। জাঁক’জমকপূর্ণ পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নতুন বউকে নিয়ে ঘরে ফেরেন তিনি।

কালিগঞ্জ থানা পুলিশে’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ঘটনাটি শুনেছি। ওই নারী বিয়ে করতে রাজি ছিলেন না। অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন। এখন শেষ বয়সে তারা সুখে শান্তিতে থাকলেই সবাই খুশি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।