জমি বর্গা নিয়েও ঘেরে যেতে পারছে না হানিফ

আলী আজীম, মোংলা, বাগেরহাটঃ বাগেরহাট জেলার মোংলা উপজেলায় সুন্দরবন ইউনিয়নের খড়মা গ্রামে জমি বর্গা নিয়ে জমির কাছেই ঘেঁষতে পারছে না ভূমিদস্যূদের দাপটে। এ নিয়ে হয়রানিমূলক অভিযোগসহ ঘটেছে মারধরের মতো ঘটনাও।
শনিবার (২৯ জানুয়ারি) সকালে থানায় দেওয়া এক অভিযোগে এ তথ্য জানান ভুক্তভোগী মো: হানিফ হাওলাদার। অভিযোগে বিবাদীদের ভূমিদস্যু ও দাঙ্গাবাজ বলে উল্লেখও করেন হানিফ।
হানিফ মোংলা থানায় দেওয়া তার অভিযোগে জানান, বিবাদিরা ঘেরটি আমার লিজ নেওয়ার পূর্বে মালিকের কাছ থেকে লিজ নিয়ে মাছ চাষ করতো।
পরবর্তীতে তাদের মেয়াদ শেষ হলে ঘেরটি আমি ঘেরের মালিক রেজাউল হাওলাদারের কাছ থেকে ৩ বছর মেয়াদী নগদ ২,২০,০০০/- হাজার টাকায় চুক্তি নামায় স্বাক্ষর করে লিজ নেই। মেয়াদ মোতাবেক প্রথমে একবার আমার লিজনেওয়া ঘেরে মাছের পোনা ছাড়ি। পরবর্তীতে বিগত ৭/৮ দিন পূর্বে মাছের পোনা ছাড়তে গেলে বিবাদিরা আমাকে বাধা দেয়।
কারণ জিজ্ঞাসা করলে তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ মারধোর করার হুমকি দেয়। তাদেরকে আমার চুক্তিনামা দেখাইলে জলিল পালোয়ানের ছেলে মোঃ দুখু পালোয়ান (২৮) ও নুর জামাল জিহাদীর ছেলে মারুফ ফরাজী (২৬) অস্বীকার করে এবং আমাকে ঘেরে না আসার জন্য হুমকি দেয়। তারা বিভিন্ন ষড়যন্ত্র করে আমার এবং পরিবারের ক্ষতি করার চেষ্টা করছে।
এ বিষয়ে কর্তব্য পুলিশ কর্মকর্তার কাছে চানতে চাইলে তিনি বলেন, বিবাদীদের ডাকা হইছিলো তারা আসতে পারেনাই আগামী সোমবার (৩১ জানুয়ারি) তাদের আবার আসতে বলছি।