দীর্ঘ ৪৫ বছর পর মোংলা পৌরসভায় শেখ রাসেল দিবস পালিত

- আপডেট সময় : ০৭:৪৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১ ১৪১ বার পড়া হয়েছে
আলী আজীম, মোংলা প্রতিনিধিঃ মোংলা পোর্ট পৌরসভায় আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ, কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
সোমবার (১৮ অক্টোবর) বিকালে মোংলা পোর্ট পৌরসভার উদ্যোগে পৌরসভার কনফারেন্স রুমে মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর প্যানেল মেয়র হুমাউন হামিদ নাসির,৯নং ওয়ার্ড কাউন্সিলর মজনু গাজী,শিক্ষক পরিষদের সম্পাদক মনোজ কান্তি বিশ্বাস,মোংলা পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফাহিম হাসান অন্তর,বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,সাংবাদিক ও পৌরসভার বিভিন্ন কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।
পরে এক সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষকদের মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান এর পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।