সাইফুল ইসলামঃ ঢাকার দোহার উপজেলায় আওয়ামীলীগ নেতাদের নিয়ে ঈদ পূর্ণমিলনী ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আউলাদ হোসেনের আয়োজনে তার নিজ বাড়িতে এই ঈদ পূর্ণমিলনী ও কর্মী সভা অনুষ্ঠিত হয়।
এসময় আগামী ১৫ মে দোহার উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে সফল ও স্বার্থক করার জন্য সকল নেতাকর্মীদের নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করতে বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন।
নারিশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বখতিয়ার হোসেন খান লেবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দোহার উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল হক বেপারী, মোল্লা মোহাম্মদ বেলাল, সহ-সভাপতি করম আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলী আহসান খোকন শিকদার, উপজেলা আওয়ামীলীগের পাঠ্য পুস্তক বিষয়ক সম্পাদক পিয়ার হোসেন মুন্সি, উপজেলা আওয়ামীলীগের সদস্য লায়ন আব্দুস সালাম চৌধুরী, বাশার মৃধা, আওয়ামীলীগের উপকমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, দোহার পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মাঝি, উপজেলা কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের সভাপতি একলাল উদ্দিন আহমেদ, উপজেলা যুবলীগের সভাপতি মু. আলমাছ উদ্দিন, পৌরসভা সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মোঃ সালা্হউদ্দিন, দোহার উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, বিলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ চোকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলামসহ আরো অনেকে।