মানিকগঞ্জ প্রতিনিধিঃ ‘মানিকগঞ্জের শিবালয় উপজেলায় স্কুল প্রাঙ্গণে পিকআপচাপায় শিক্ষিকা ও ছাত্রী নিহত হয়েছেন। ‘এ সময় আহত হয়েছেন আরও ছয়জন।
‘সোমবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার টেপড়া এলাকায় আব্দুল আলিম মেমোরিয়াল স্কুল প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে’।
নিহতরা হলেন’ আব্দুল আলিম মেমোরিয়াল স্কুলের শিক্ষিকা ও স্থানীয় ভাকলা গ্রামের আওলাদ হোসেনের স্ত্রী ফাতেমা নাসরিন (৩৫) এবং প্রথম শ্রেণির ছাত্রী জেরিন তাসনিম (৭)। নিহত তাসনিমের বাবা স্থানীয় সোনালী ব্যাংকের ব্যবস্থাপক শহিদুল ইসলাম।
‘শিবালয় থানার ওসি মো. শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন’।
‘শিবালয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে বারি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই শিক্ষার্থী তাসনিম নিহত হয়েছেন। এ ছাড়া হাসপাতালে আনার পর শিক্ষিকা ফাতেমা নাসরিন মারা যান’।
‘এ ঘটনায় আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে’।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।