মাহফুজুর রহমান ইকবাল, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ইয়ুথ স্কয়ার বাংলাদেশ ও তানজীম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও ফ্রি-মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে সর্বসাধারণকে সেবা প্রধান করা হয়েছে।
সোমবার (২১ফেব্রুয়ারী) উপজেলার মাওনা চৌরাস্তায় বিল্লাল মাষ্টার হাসপাতালের সামনে সকাল ৯টা হতে দিনব্যাপি এ কর্মসূচির আয়োজন করা হয়। স্বেচ্ছায় রক্তদান,বিশেষজ্ঞ ডাক্তার কর্তৃক ব্যবস্থাপত্র প্রদান, প্যাথলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা এবং বিনামূল্যে ঔষধ বিতরণ এর মাধ্যমে এ সেবাদান কর্মসূচী পালন করেন সংগঠনটি।
সংগঠনের চেয়ারম্যান তাওসিফুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে এ কর্মসূচির উদ্বোধন করেন দৈনিক যুগান্তরের প্রীপুর প্রতিনিধি ও শ্রীপুর উপজেলা প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম একাডেমি এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও শ্রীপুর উপজেলা প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবুল হান্নান মিয়া , মোঃ রফিকুল ইসলাম ,এশিয়ান টিভির গাজীপুর জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান, গুয়াংজু মেডিক্যাল কলেজের শিক্ষার্থী এম সাদেকুল হাসান তন্ময়,তওসীনুল ইসলাম তাজীন,সাংবাদিক বেলায়েত শেখ,মিজানুর রহমানসহ সংহঠনের সদস্যবৃন্দ।